
শিলিগুড়ি, ৪ আগস্ট: রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে শনিবার ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে বসানো হয় একটি সরকারি শিবির। কিন্তু একই দিনে ঐ স্কুলেই চলছিল সপ্তম ও অষ্টম শ্রেণির ইতিহাস ও ভূগোল পরীক্ষা।
শিবিরে আসা জনতার ভিড় ও মাইকের তীব্র শব্দে মনোযোগে ব্যাঘাত ঘটে পরীক্ষার্থীদের। ছাত্রীরা জানিয়েছে, এই পরিস্থিতিতে পরীক্ষার খাতায় মনোযোগ ধরে রাখা কষ্টসাধ্য হয়ে ওঠে।

স্কুল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষেই এই শিবির আয়োজন করা হয়েছিল। তবে, তারা আগে থেকে জানিয়ে দেয়নি যে একই দিনে ঐ দুটি শ্রেণির পরীক্ষা নির্ধারিত ছিল।
এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,
“কোনও সমস্যা হয়নি। যারা এই কর্মসূচিকে ইস্যু বানাতে চাইছে, তাদের উদ্দেশ্য পরিষ্কার।”