
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ৫ আগস্ট: সারা দেশে যুব কংগ্রেস কমিটির উদ্যোগে ‘সংবিধান বাঁচাও যুব সম্মেলন’ কর্মসূচি গৃহীত হয়েছে। সেই অনুযায়ী সোমবার শিলিগুড়ির বিধান ভবনে অনুষ্ঠিত হল এক যুব সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সাইনা জাবেদ, অর্ঘ্য গুন, শেখ হাবিবুল রহমান, অরবিন্দ কুরি, সুবিন ভৌমিক, রোহিত তেওয়ারি সহ জেলা যুব কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যে ক্রমবর্ধমান যুব বেকারত্ব। আগাম বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে যুব সমাজকে কেন্দ্র করে কৌশলগত পরিকল্পনা এবং সংগঠন মজবুত করার লক্ষ্যে এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা সংবিধানের মূল আদর্শ রক্ষা ও যুবসমাজের অধিকার প্রতিষ্ঠার ডাক দেন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন কর্মসংস্থানের অভাব নিয়ে। সমগ্র অনুষ্ঠানে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, যা পরবর্তী দিনে যুব কংগ্রেসের আন্দোলনকে আরও বেগবান করবে বলেই মত রাজনৈতিক মহলের।