
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ৪ আগস্ট: তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদকে ‘দুর্নীতির আতুরঘর’ বলে আক্রমণ শানাল বিজেপি। শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল বিজেপি। পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও অভিযোগ করেন, শাসক দল মহকুমা পরিষদকে কার্যত পার্টি অফিসে পরিণত করেছে। কোনো স্তরেই বিরোধীদের মতামত গুরুত্ব পাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অজয় ওঁরাও আরও দাবি করেন, “পরিষদের বৈঠক ডাকার সময় বিকেল ৪টা বলা হলেও, আমার পৌঁছনোর আগেই দুপুর ২টোতেই বৈঠক সম্পন্ন করা হয়। আমি জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই বারবার আমাকে অবজ্ঞা করা হচ্ছে।”

এই অভিযোগের ভিত্তিতে বিজেপির তরফে এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিংপুলের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা গিয়ে পৌঁছায় মহকুমা পরিষদ কার্যালয়ে। পুলিশি বাধা অতিক্রম করেই বিজেপির প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করে।
অজয় ওঁরাও বলেন, “আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাব। আমাদের মূল দাবি— স্বচ্ছতা, সম্মান এবং সংবিধান মেনে চলা।”