
শিলিগুড়ি, নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ২ তারিখ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। সেইমতো শিলিগুড়ি পুরনিগম এলাকাতেও চলছে এই প্রকল্পের কাজ।
আজ প্রকল্পের তৃতীয় দিনে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডঃ রাজেন্দ্র প্রসাদ হাই স্কুলে চলা ক্যাম্প পরিদর্শনে যান তৃণমূল নেতা ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

তিনি জানান, প্রতি তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প হচ্ছে এবং প্রতিটি বুথে ১ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের অধীনে মোট ৪২১টি বুথ থাকায় এই প্রকল্পে মোট বরাদ্দ হচ্ছে ৪১ কোটি ২০ লক্ষ টাকা।
মেয়র আরও বলেন, “সাধারণ মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা এই শিবিরে তুলে ধরছেন। সেই সমস্যাগুলি যথাসম্ভব দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

প্রকল্পের লক্ষ্য হল, এলাকার বাসিন্দাদের অংশগ্রহণে তৃপ্তিকর ও বাস্তবসম্মত উন্নয়নমূলক কাজ নির্ধারণ করা এবং তা দ্রুত বাস্তবায়ন করা।