
বিশাল লক্ষ্য তাড়ায় অবিশ্বাস্য পারফরম্যান্স তাদেরও। কিন্তু শেষ মুহূর্তে ইংল্যান্ডের ইতিহাস আটকে দিলেন ভারতীয় বোলাররা। শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। আর ভারতের ৪ উইকেট। দুই সম্ভাবনাই ছিল। ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিলেন মহম্মদ সিরাজ।
এই জয়ের সঙ্গে ২-২ সমতায় সিরিজ শেষ করল ভারত।
ভারতের দেওয়া ৩৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫০ রানে ১ উইকেট। ক্রিজে ছিলেন বেন ডাকেট ও অলি পোপ। চতুর্থ দিনে ঠান্ডা মাথায় ব্যাটিং শুরু করেন দুজন। রবিবার ইংল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় ভারতকে। হাফ সেঞ্চুরি করার পর প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হন ডাকেট। তীয় উইকেট পড়ে অলি পোপের। মহম্মদ সিরাজের ইন সুইংয়ে পুরোপুরি পরাস্ত হন ইংল্যান্ড অধিনায়ক। ২৭ রান করে এলবিডব্লুউ আউট হন অলি পোপ। ১০৬ রানে তৃতীয় উইকেট পড়ে।