
কোচবিহার, ৫ আগস্ট: কোচবিহার গুড়িয়াহাটি ১ নম্বর অঞ্চলের নিউপাটাকুড়া সংলগ্ন একটি পুকুর থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম বেবী চন্দ্র (বয়স প্রায় ৭৫ বছর) বলে জানা গেছে পুলিশ সূত্রে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোরে পুকুরে একটি দেহ ভেসে থাকতে দেখে তাঁরা চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা সেখানে জড়ো হন এবং খবর দেন কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
তবে এই মৃত্যুর পেছনে দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক প্রমাণ সংগ্রহের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানতে তৎপরতা শুরু করেছে তদন্তকারী দল।