
ফুলবাড়ী, জলপাইগুড়ি: অতি বৃষ্টির জেরে জোড়াপানি নদীর জল বেড়ে ফুলবাড়ী ২নং অঞ্চলের জয়নগর কলোনির একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার এই পরিস্থিতি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, জয়েন্ট বিডিও ও সেচ দপ্তরের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সমস্যা সরাসরি শোনেন মেয়র।

মেয়র গৌতম দেব জানান, “বর্তমানে সেচ দপ্তর দ্রুততার সঙ্গে কাজ শুরু করবে জল নিষ্কাশনের জন্য। ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য স্থায়ী সমাধান হিসেবে নদীবাঁধ নির্মাণের প্রস্তাব সেচ দপ্তরের মন্ত্রীকে জানানো হবে।”

জলমগ্ন ঘরবাড়ি থেকে শুরু করে নোংরা পানীয় জলের সংকট-সবমিলিয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন। প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে বলেই আশ্বাস।
