
বাগডোগরা: প্রশাসনিক অনুমতি না পাওয়ায় কোচবিহারে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচি বাতিল করতে হলেও, তাতে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কড়া ভাষায় বলেন, “ভয় দেখিয়ে লাভ নেই, সংবিধান রক্ষার লড়াই চলবে।”
উত্তরবঙ্গের অব্যবস্থা নিয়ে সরব হয়ে তিনি বলেন, “উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য, মেডিকেল কলেজে নেই প্রিন্সিপাল—এই সরকার উত্তরবঙ্গকে অবহেলা করছে।”
শুভেন্দুর অভিযোগ, তৃণমূল সরকার শুধুই দুর্নীতিতে মত্ত—“বালি, পাথর তো বটেই, এমনকি জীবজন্তু পর্যন্ত খেয়ে ফেলেছে তৃণমূল সরকার।”
নাগরিকত্ব ও ভাষা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু বলেন, “বাংলাদেশি মুসলমানরা বাংলা বলতে জানলেই তারা বাংলা ভাষার প্রতিনিধি হয়ে যায় না। বৈধ নাগরিকত্বই আসল।” তিনি সাফ জানিয়ে দেন, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, আর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে।
এছাড়াও শুভেন্দু অভিযোগ তোলেন, “তৃণমূল এখন ভাইপোকেন্দ্রিক দল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠাতা নেতাদের আজ উপেক্ষা করা হচ্ছে।”
শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৬ তারিখে ভবানীপুরেও হারবে তৃণমূল।”