
কোচবিহার, ৫ আগস্ট: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে আসা শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়।
সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর কনভয় যখন খাগড়াবাড়ি এলাকায় পৌঁছয়, তখন কালো পতাকা হাতে কিছু বিক্ষোভকারী জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই সময় লাঠি, বাঁশ ও ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয়। শুভেন্দুর যে গাড়িতে তিনি ছিলেন, তার পিছনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। পুলিশের একটি গাড়িও হামলার শিকার হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর শুভেন্দু অধিকারী কোচবিহার বিজেপি জেলা কার্যালয়ে যান এবং সেখানেই আপাতত অবস্থান করছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, “যারা বাংলা ভাষার বিরোধী, যারা অন্য রাজ্যে বাঙালিদের মারছে, হেনস্থা করছে—তাদের মেনে নেওয়া যায় না। বাংলাকে ভালবাসে যারা, তারাই প্রতিবাদ জানাচ্ছে।”
তবে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শুধুমাত্র সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে, কোনও হামলা সংগঠিতভাবে চালানো হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।