
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ৫ আগস্ট: বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগ ও আসন্ন দুর্গাপুজোর বিসর্জন পর্বে নদী সুরক্ষা নিশ্চিত করতে দক্ষিণ দিনাজপুর জেলার সিভিল ডিফেন্সের হাতে তুলে দেওয়া হল নতুন সরঞ্জাম। মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর সদরঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স কর্মীদের হাতে তিনশোটি নতুন লাইফ জ্যাকেট ও দুটি আধুনিক স্পিড বোট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, অতিরিক্ত জেলা শাসক রবি প্রকাশ মিনা, সিভিল ডিফেন্স আধিকারিক ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের পর আধিকারিকরা লাইফ জ্যাকেট পরে আত্রেয়ী নদীতে নতুন স্পিড বোট চেপে উদ্ধার মহড়ায় অংশ নেন।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগে বর্ষার সময় জলবন্দি মানুষের উদ্ধার বা দুর্গাপুজোর সময় নদীতে সুরক্ষা ব্যবস্থার কাজে সিভিল ডিফেন্স আরও কার্যকরী ভূমিকা নিতে পারবে।