
শিলিগুড়ি, ৫ আগস্ট: শিলিগুড়ি পুরনিগম এলাকার ৪৭টি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে বিকেলের সময় জল পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ দপ্তরের প্রাক-পুজোর মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরনিগম কর্তৃপক্ষ।
নির্ধারিত তারিখ ও প্রভাবিত ওয়ার্ড:
- ১০ আগস্ট ও ৭ সেপ্টেম্বর: শহরের সবকটি ওয়ার্ডে বিকেলে জল পরিষেবা বন্ধ থাকবে।
- ১২ ও ২৮ আগস্ট: ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে বিকেলে জল বন্ধ থাকবে।
- ২৩ আগস্ট: ৩৬ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডে বিকেলে জল সরবরাহ বন্ধ থাকবে।

এই প্রসঙ্গে মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, “শুধুমাত্র বিকেলের সময়ের জন্যই জল পরিষেবা ব্যাহত হবে। সারা দিন কোনও দিনই জল পরিষেবা বন্ধ থাকবে না। জনগণের প্রয়োজনে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে জলের ট্যাঙ্ক ও পাউচ সরবরাহ করা হবে।”
তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে যে পাঁচ দিন ধরে পুরোপুরি জল পরিষেবা বন্ধ থাকবে, এটা পুরোপুরি গুজব। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এই ধরনের বিভ্রান্তিকর গুজবে কান দেবেন না।”