
শিলিগুড়ি, ৫ আগস্ট: শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে দুই কলেজ ছাত্রীকে অশালীন মন্তব্য ও কটুক্তি করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হলেও, তাদের গ্রেপ্তার না করায় আজ সকালে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, যে বাড়িতে ওই ছাত্রীরা ভাড়া থাকতেন, সেখানকার দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও পাহাড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এরপর আজ সকালে পাহাড় থেকে প্রচুর মানুষ — বিশেষ করে গোর্খা সম্প্রদায়ের সদস্যরা — সেখানে এসে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের ক্ষমা চাইতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে উপস্থিত ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শিল সিনহাও বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এরমধ্যেই শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি।
শেষ পর্যন্ত শিলিগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুই মহিলাকে হেফাজতে নেয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, গোর্খা সম্প্রদায়কে যেভাবে অসম্মান করা হয়েছে, তার উপযুক্ত জবাব দিতে হবে প্রশাসনকে। অভিযুক্তদের শাস্তি ও প্রকাশ্যে ক্ষমা চাইবার দাবিতে এখনও ক্ষোভ থামেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।