
সেবক, ৫ আগস্ট: অতি বৃষ্টির জেরে সেবক-রংপো রেল প্রকল্পের অধীন রবিঝোরা এলাকায় টানেল নম্বর ৭–এর পাশে একটি দেওয়াল ভেঙে পড়ে যায়। যদিও ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবুও এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত মেরামতির কাজ শুরু করা হবে।
প্রসঙ্গত, ভারত-চীন সীমান্তমুখী এই রেল প্রকল্পটি দেশের পক্ষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি পাহাড়ি দুর্গম অঞ্চলের মধ্য দিয়ে নির্মিত হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ—বিশেষত বর্ষাকালে—বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে নির্মাণ সংস্থার সামনে।
রেল দপ্তরের তরফে জানানো হয়েছে, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী দিনে আরও সতর্কতার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।