
শিলিগুড়ি, ৫ আগস্ট: শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে উত্তরবঙ্গে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটককে কেন্দ্র করে এক বিশেষ নাট্যমেলা। মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি কমিউনিটি হলে আগামী ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই নাটক উৎসব।
এই উপলক্ষে আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে একটি প্রেস মিট করেন সভাধিপতি অরুণ ঘোষ। তিনি জানান, নাট্যমেলার আয়োজন করছে মহকুমা পরিষদ এবং এতে সহযোগিতায় রয়েছে শিক্ষা চিন্তন গ্রুপ। এই গ্রুপে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
উৎসবের প্রথম দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর বিশ্ব মন্ত্র কলেজের ছাত্রছাত্রীরা একটি নাটকে অংশগ্রহণ করবে। তাদের নাট্যদলের নাম দেওয়া হয়েছে ‘জয় যোহর’। পাঁচ দিনের উৎসবে প্রতিদিনই আলাদা নাটক মঞ্চস্থ হবে।
সভাধিপতি অরুণ ঘোষ আরও জানান, “এই নাট্যমেলায় অংশগ্রহণ একদম বিনামূল্যে। আমাদের লক্ষ্য, আগামী প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা ও নাট্যকলার প্রতি আগ্রহ তৈরি করা। তাই বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের এনে নাটক দেখানোর বিশেষ ব্যবস্থা থাকবে। স্কুল থেকে নিয়ে আসা ও ফেরত পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থাও থাকবে।”
এই উদ্যোগে উত্তরবঙ্গে নাট্যচর্চার নতুন দিগন্ত খুলবে বলেই আশা প্রকাশ করেন আয়োজকরা।