
শিলিগুড়ি, ৫ আগস্ট: কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়ল বিজেপি। মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাসমি চক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পথগুলি পরিক্রমা করে গুরু নানক চক পর্যন্ত যায় এবং সেখান থেকে পুনরায় হাসমি চকে ফিরে এসে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলতে থাকে, যার ফলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিজেপি।