
শিলিগুড়ি, ৬ আগস্ট: শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার করা হলো দুই অভিযুক্তকে। ঘটনার প্রায় এক মাস পর পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার।
উল্লেখ্য গত ২৫শে জুন রাত্রে সুনিল কুমার সিং নামে সেই ব্যাক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। রাত প্রায় ২টা নাগাদ একবার জেগে ওঠেন তিনি, তখন সবকিছু স্বাভাবিক থাকলেও এরপরেই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে ফিরেছিলেন তাঁরা, ফলে বেশ কিছু সোনার গয়না ব্যাগেই রাখা ছিল। সেই রাতেই ঘরে সকলের ঘুমের সুযোগ নিয়ে চোরেরা বাড়ির ভিতরে ঢুকে আলমারি ও অন্যান্য ঘর তছনছ করে নিয়ে যায় প্রায় ৩৫ গ্রাম সোনার অলংকার এবং নগদ প্রায় ৪০ হাজার টাকা। মোট চুরির পরিমাণ আনুমানিক ৮ লক্ষ টাকার মতো বলে দাবি পরিবারের।
ঘটনার তদন্তে নেমে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ প্রথমে পংকজ বসাক নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে খালপাড়ার এমডি সুলেমানের নাম। পংকজ জানায়, সে চুরি করা গয়না এমডি সুলেমানের কাছে বিক্রি করেছে। এরপরই মঙ্গলবার রাতে অভিযানে নেমে পুলিশ গ্রেফতার করে সুলেমানকেও।
পুলিশ সূত্রে খবর, সুলেমানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় ৩৫ গ্রাম সোনার অলংকার। তবে এখনও পর্যন্ত চুরি হওয়া নগদ অর্থ উদ্ধার করা যায়নি। ধৃত দুজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।