
শিলিগুড়ি, ৭ আগস্ট: ত্র ৯ বছর বয়সে দেশের জাতীয় টেলিভিশন মঞ্চে জ্বলজ্বল করছে শিলিগুড়ির খুদে প্রতিভা সুকৃতি পাল। সোনি টিভির রিয়্যালিটি শো ‘সুপারস্টার ৫’-এ অংশগ্রহণ করছে এই ছোট্ট মেয়ে, যিনি এর আগেই ‘ডান্স বাংলা ডান্স’-এ ফাইনাল অবধি পৌঁছে চমকে দিয়েছিলেন সকলকে।
হায়দারপাড়ার ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকৃতি পাঁচ বছর বয়স থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ, যোগা, ও জিমনাস্টিক—এইসব পারফর্মিং আর্টে গভীর আগ্রহ দেখাতে শুরু করে। তার এই আগ্রহ দেখে বাবা সন্তু পাল (একজন শিক্ষক) ও মা শুক্লা পাল মেয়ের পাশে দাঁড়ান, উৎসাহ দেন, এবং উৎসর্গ করেন নিজেদের সময় ও শক্তি।

সুকৃতি প্রথম সুযোগ পায় ‘ডান্স বাংলা ডান্স’-এ অংশগ্রহণের, এবং সেখানেই ফাইনাল অবধি পৌঁছনো এই ছোট্ট মেয়েটির প্রতি ওয়ার্ডবাসীরও গর্ব জন্মায়। কিন্তু সুকৃতির স্বপ্নের সীমানা আরও বিস্তৃত ছিল।
এবার সে পৌঁছে গেছে মুম্বইয়ে, সোনি টিভির ‘সুপারস্টার ৫’ মঞ্চে, যেখানে দেশের নানা প্রান্তের প্রতিভার সঙ্গে লড়ছে শিলিগুড়ির এই মেয়ে। বর্তমানে মা শুক্লা পালের সঙ্গে সুকৃতি মুম্বইতেই রয়েছে।
সুকৃতির বাবা সন্তু পাল বলেন,
“আমি চাই না আমার মেয়ে শুধু পড়াশোনার মধ্যে আটকে থাকুক। ওর স্বপ্ন পূরণই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন শিলিগুড়িবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ—আপনারা ভোট করে ওকে এগিয়ে যেতে সাহায্য করুন।”
সুকৃতির জয়ে গর্বিত তার পরিবার, ওয়ার্ডবাসী এবং শিলিগুড়িবাসী। আগামী দিনে জাতীয় স্তরে সুকৃতির জয় দেখে গোটা বাংলা যেন গর্বিত হয়—এটাই এখন সকলের প্রার্থনা।