
শিলিগুড়ি, ৭ আগস্ট: শিলিগুড়ির হাকিমপাড়ায় দুটি ফ্ল্যাট ঘিরে সম্প্রতি যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সিপিআই(এম)। ঘটনার প্রেক্ষিতে আজ দলের দার্জিলিং জেলা কমিটির এক প্রতিনিধি দল এলাকায় পরিদর্শনে যান।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্ল্যাটবাসীদের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। সাধারণ মানুষের নিরাপত্তা, পারস্পরিক সহাবস্থান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে দাবি জানিয়েছে সিপিআই(এম)।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর দার্জিলিং জেলা কমিটির একাধিক সিনিয়র নেতৃত্ব।
তাঁদের বক্তব্য,
“এমন ঘটনা শহরের পরিবেশকে অস্থির করছে। প্রশাসনের উচিত অবিলম্বে স্বচ্ছ তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।”
সিপিআই(এম) আশাবাদী, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং নাগরিকদের মধ্যে আতঙ্ক না ছড়ায়।