
কোচবিহার, ৭ আগস্ট:নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চরম উত্তেজনা। বিজেপির অভিযোগ, বুধবার সকালে একাধিক বিজেপি নেতাকর্মীর বাড়িতে তৃণমূলের নেতৃত্বে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে।
বিজেপির দাবি, আক্রান্তদের মধ্যে রয়েছেন:
- যুথিকা বর্মন: বিজেপি পঞ্চায়েত সদস্যা
- মলিনা বর্মন: বিজেপি ৬ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী
- জিতেন্দ্র নাথ বর্মন: বিজেপি কর্মী
- তরনী কান্ত বর্মন: বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি

যুথিকা বর্মন বলেন,
“আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মদনমোহন বর্মনের নেতৃত্বে একদল দুষ্কৃতী আমাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। আমার বৃদ্ধা মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারধর করা হয়। লুটপাটও হয়েছে।”
তিনি আরও দাবি করেন, এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। তাঁর অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীরা ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মদনমোহন বর্মন অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমরা সবাই সকালে সাহেবগঞ্জে দলীয় কাজে ব্যস্ত ছিলাম। কারা এই কাজ করেছে জানি না। বিজেপি ইচ্ছাকৃতভাবে আমাদের নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।”
প্রসঙ্গত, দুই মাস আগেই হাইকোর্টের নির্দেশে যুথিকা বর্মনের জন্য পুলিশি নিরাপত্তা বরাদ্দ হয়। তা সত্ত্বেও তাঁর বাড়িতে এই ধরণের হামলার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন তুলে দিল।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানা যায়নি।