
শিলিগুড়ি, ৮ আগস্ট: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবস উপলক্ষে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে অবস্থিত রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ সোভা সুব্বা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁরা বিশ্বকবির চেতনা ও কৃতিত্বকে স্মরণ করেন এবং তাঁর অবদানকে সম্মান জানান।এই কর্মসূচিতে মেয়র গৌতম দেব,পুরনিগমের পদস্থ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত ও কবিগুরুর স্মৃতিচারণার মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “রবীন্দ্রনাথ শুধু বাংলা ভাষা ও সাহিত্যের নয়, মানবতার প্রতীক। তাঁর চেতনা ও দর্শন আমাদের পথ দেখিয়ে যাবে।”
