
শিলিগুড়ি, ৮ আগস্ট: ভাড়াটিয়াদের সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেট একটি বিশেষ অ্যাপ চালু করতে চলেছে। আগামীকাল দুপুর ১২টায় শিলিগুড়ির হাসমি চকে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর (আইপিএস) সহ পুলিশ বিভাগের অন্যান্য পদস্থ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে ভাড়াটিয়াদের পরিচয়, ঠিকানা ও প্রয়োজনীয় নথি দ্রুত ও সুরক্ষিতভাবে জমা রাখা সম্ভব হবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।