
বালুরঘাট, ৯ আগস্ট: আজ বালুরঘাট জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব। সকালে বালুরঘাট পৌরসভায় পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, একাধিক কাউন্সিলর ও পৌর কর্মীরা রাখি বন্ধনে যোগ দেন। এ প্রসঙ্গে অশোক মিত্র বলেন, “রাখি উৎসব ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক ঐক্যের প্রতীক।”

পাশাপাশি, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে রাখি পরান বিজেপির মহিলা মোর্চার সদস্যারা ও অন্যান্য কর্মীরা।

অন্যদিকে, বালুরঘাট রোটারি ক্লাব অফ আত্রেয়ী গ্রেটারের পক্ষ থেকে হিলির হিন্দু মিলন মন্দিরে আশ্রমে থাকা অসহায় ৩০ জন পড়ুয়াকে রাখি পড়িয়ে তাঁদের হাতে খাতা, কলম ও কেক তুলে দেওয়া হয়। পরিবার থেকে দূরে থেকেও এই দিনে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পেরে আবাসিকরা বিশেষভাবে আনন্দিত।