
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর:-সীমান্তের ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম স্বপ্ননীল সুভাষ সোনাওয়ানে (৩৯)। বাড়ি মহারাষ্ট্রের ধুলেতে। গতকাল রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েত দোলাকুড়িতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএসএফের ৫৭ নম্বর ব্যাটেলিয়নের উচ্চপদস্থ আধিকারিকরা।
সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতাল নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।জানা গেছে ওই বিএসএফ কর্মী গতকাল সীমান্তে আলো জ্বালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।
এরপরই তার মৃত্যু হয়। রবিবার দুপুর বারোটার সময় দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি বিএসএফের আধিকারিকরা এসেছেন বালুরঘাট জেলা হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।