
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ১১ আগস্ট: আজ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস। ১৯০৮ সালের এই দিনে ইংরেজ শাসকদের হাতে ফাঁসির মঞ্চে প্রাণ দেন অমর শহিদ ক্ষুদিরাম বসু। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বালুরঘাটের খাদিমপুরে অবস্থিত ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তৃণমূল কংগ্রেস।
বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্মৃতিচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, শহর তৃণমূল সভাপতি প্রীতম রাম মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃত্ব। বক্তারা ক্ষুদিরামের জীবন ও সংগ্রামের কথা স্মরণ করে তরুণ প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।