
শিলিগুড়ি: বড়সড় অপরাধের পরিকল্পনা ভেস্তে দিল মাটিগাড়া থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির মাটিগাড়ার পরিবহন নগরে অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে নানান রকম ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃতরা হল— মনিশ তামাং (২৩), বাসিন্দা কার্শিয়াং; মনমোহন বর্মন (২২), বাসিন্দা শিব মন্দির; বিকাশ চন্দ্র রায় (৩২) ও পশুনাথ বর্মন (২৮), দু’জনেই হিমুল গেটের বাসিন্দা; এবং বিশ্বজিৎ বিশ্বাস (১৮), বাসিন্দা এনজেপি।

পুলিশের অনুমান, অভিযানের আঁচ পেয়ে আরও কয়েকজন দুষ্কৃতি পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার ধৃত পাঁচজনকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে মাটিগাড়া থানার পুলিশ।