
প্রধাননগর: এক পণ্য ও খাদ্য সামগ্রী ডেলিভারি সংস্থার এক ডেলিভারি বয়ের কাণ্ডে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল প্রধাননগরের এসএনটি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। অভিযোগ, যুবকটি সকাল থেকেই মদ্যপ অবস্থায় নানান কুকীর্তি করে বেড়াচ্ছিলেন।
সংস্থার অন্যান্য কর্মীরা একাধিকবার সতর্ক করলেও দুপুরে বাড়ি গিয়ে বিকেলে আবার একইভাবে উপস্থিত হন তিনি। অভিযোগ, বিকেলে ফের মদ্যপ অবস্থায় এসে অশোভন আচরণ, চিৎকার, গালিগালাজ শুরু করেন। স্থানীয় মহিলারা জানিয়েছেন, যুবকের অশালীন আচরণের কারণে তারা বাড়ি থেকে বেরোতে পারছিলেন না।

সংস্থার কর্মীরা বাধা দিতে গেলে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এরপর সংস্থার প্রধান বিষয়টি প্রধাননগর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।