
শিলিগুড়ি: প্রবল বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনায় কেঁপে উঠল শিলিগুড়ির সাহুডাঙ্গি। বুধবার ভোরে গার্ডওয়াল ধসে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে পাহাড় ও সমতলে শুরু হয় ব্যাপক বৃষ্টিপাত। বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক এলাকা। ভোররাতের দিকে সাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ির গার্ডওয়াল ভেঙে পড়ে পরিমল মহন্তের বাড়ির উপর।

হঠাৎ দেয়াল ভেঙে পড়ায় ঘরের ভেতরে থাকা তিন বছরের মধুমিতা মহন্ত ও দেড় বছরের দেবায়ন মহন্ত চাপা পড়ে যায়। তড়িঘড়ি তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা সাহুডাঙ্গি এলাকায়। প্রবল বর্ষণের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।