
শিলিগুড়ি: বুধবার সকালে শিলিগুড়ি চেকপোস্ট লাগোয়া আইজি অফিস রোডে ন্যাশনাল হাইওয়ে অথরিটির (NH Authority) অভিযানে ভেঙে ফেলা হয় একাধিক অবৈধ দোকান। জেসিবি মেশিন দিয়ে দোকান ভাঙতে শুরু করতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, বহু বছর ধরে ওই এলাকায় তারা দোকান চালাচ্ছেন। এনএইচ-এর তরফে আগে থেকেই একাধিকবার নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে রাস্তা থেকে প্রায় ১৫ থেকে ৩০ ফুট ফাঁকা রেখে দোকান তৈরি করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী তারা ১০ থেকে ১৫ ফুট জায়গা ছেড়ে দোকান করেছিলেন। অথরিটির পক্ষ থেকে পরিদর্শনের পরও সেই দোকানকে বৈধ মনে করা হলেও আগস্টের প্রথম সপ্তাহে আবার নতুন করে নোটিশ পাঠানো হয়।
এনএইচ-এর দাবি, নোটিশ পাওয়ার পরও কিছু দোকান রাস্তার জায়গা দখল করে ছিল। তাই আজকের অভিযান চালিয়ে দোকান ভেঙে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের প্রশ্ন: নির্দেশ মেনে দোকান সরানোর পরও কেন আবার ভাঙচুর চালানো হল?
স্থানীয় সমাজসেবী বুলেট সিং জানান, “প্রথম নোটিশ পাওয়ার পরই ব্যবসায়ীরা ১০-১৫ ফুট জায়গা ছেড়ে দোকান করেছিলেন। তাহলে আজ আবার কেন দোকান ভাঙা হল? কোথায় যাবে এই ব্যবসায়ীরা, কিভাবে সংসার চলবে?”
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই এনএইচ অথরিটির সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।