
শিলিগুড়ি: আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত দুষ্কৃতি সূর্য রায়কে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিপাড়ার বাসিন্দা সূর্য রায় বুধবার এনজেপি সংলগ্ন মোড় বাজার এলাকায় একটি দেশি পিস্তল নিয়ে অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল।

তথ্য পেয়ে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ।
পুলিশ জানিয়েছে, সূর্য রায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।