
আসানসোল: তালাবদ্ধ ঘরের ভেতর খাটের তলায় পড়ে ছিল যুবতীর দেহ, কাপড়ে ঢাকা। আর তার এক বছরের সন্তানকে নিয়ে উধাও স্বামী। বুধবার এমন মর্মান্তিক ঘটনায় শোরগোল পড়ল আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত হিজলগড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেণুকা দাস। স্বামী বৈদ্যনাথ পাত্র গত দু’বছর ধরে ওই এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে খবর, প্রেম করে বিয়ে করায় পরিবার মেনে নেয়নি। তাই আলাদা ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি।
বাড়ির মালিকের ছেলে তন্ময় মণ্ডল জানান, “প্রতি মাসের ১৫ তারিখ ভাড়া দিতেন বৈদ্যনাথ। বুধবারও কোলে সন্তান নিয়ে ভাড়া দেন। বলেন শ্বশুরবাড়ি যাচ্ছেন। তবে স্ত্রীকে সঙ্গে না দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে জানান, স্ত্রী আগেই গেছেন।”
কিন্তু, স্ত্রীর অনুপস্থিতি ও ব্যাগবিহীন যাত্রা দেখে সন্দেহ বাড়ে তন্ময়ের। তিনি খবর দেন পুলিশকে। তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায়, খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রেণুকার দেহ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করেই পালিয়েছেন বৈদ্যনাথ। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কেন খুন, সেই কারণ অনুসন্ধান করছে পুলিশ।