
মালদা: অবশেষে স্বস্তি পরিবারের। প্রায় তিন মাস পর বাড়ি ফিরলেন মালদার কালিয়াচকের বাসিন্দা আমির শেখ (২৪)। অভিযোগ, কাজের জন্য রাজস্থানে গিয়েছিলেন তিনি। সেখানে বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি ভেবে আটক করা হয় এবং পরে পুশ ব্যাক করা হয় ওপার বাংলায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় নির্মাণকর্মী আমিরের কাছে আধার সহ একাধিক পরিচয়পত্র থাকলেও তা মানেনি কর্তৃপক্ষ। রাজস্থানে দু’মাস জেলে কাটানোর পর বিএসএফ-এর মাধ্যমে সীমান্তে ঠেলে দেওয়া হয় তাঁকে। গভীর রাতে গেট খুলে তাঁকে বলা হয়, ‘‘ডান দিকে গেলে গুলি খাবে, বাঁ দিকে যাও।’’ এরপর বাংলাদেশের রাস্তায় অসহায়ভাবে ঘুরে বেড়াতে থাকেন আমির।
আমিরের দিদিমা বলেন, ‘‘ওকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। তবে অন্তত ছেলে ফিরে এসেছে, এইটুকুই শান্তি।’’
আমিরকে ফেরাতে সক্রিয় হয় রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে মামলা করতে সাহায্য করেন পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। পাশাপাশি বিএসএফের ডিজি ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হয়। সমস্ত নথি জমা দেওয়ার পর অবশেষে ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের রাতে বাড়ি ফিরতে পারেন আমির।
শনিবার তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন। যদিও বিজেপির দক্ষিণ মালদা জেলা নেতৃত্ব দাবি করেছে, ‘‘কেন্দ্র সহযোগিতা না করলে এই যুবককে ফেরানো সম্ভব হত না।’’