
আলাস্কা: বহু প্রতীক্ষিত বৈঠক হলেও ফল মেলেনি তেমন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দরাজ সার্টিফিকেট দিতে পিছপা হলেন না ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট বললেন, “২০২২ সালে যদি ট্রাম্প রাষ্ট্রপতি থাকতেন, তাহলে যুদ্ধ হতোই না।”
এমন মন্তব্য শুনে মুখে একগাল হাসি ফুটল ট্রাম্পের। এর আগেও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তাঁর আমলে পুতিন কখনওই ইউক্রেন আক্রমণ করতেন না। এবার সেই সুরেই সহমত জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতিন বলেন, “ট্রাম্প হোয়াইট হাউসে থাকলে যুদ্ধ হতো না। আমি নিশ্চিত।” তিনি আরও জানান, আলোচনায় ইউক্রেন যুদ্ধ নিয়েই মূলত ফোকাস করা হয়েছে। ট্রাম্প নাকি সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেছেন, আর সেই সদিচ্ছার প্রশংসা করেছেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়াও মন থেকে চায় যুদ্ধ শেষ হোক। তবে মূল বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। রাশিয়ার সমস্যাগুলো বুঝে তার সমাধান করতে হবে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বিষয়ে আমি ট্রাম্পের সঙ্গে একমত।”
বৈঠক শেষে ‘Pursuing Peace’ লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। তবে কিছু বিষয়ে এখনও সমাধান আসেনি। বৈঠক ফলপ্রসূ হলেও কোনও চুক্তি হয়নি।”
পাশ থেকে পুতিন হাসিমুখে মন্তব্য করেন, “পরের বার মস্কোয়।” জবাবে ট্রাম্প হালকা রসিকতার ভঙ্গিতে বলেন, “ভালো প্রস্তাব। এর জন্য হয়তো অনেকে আমাকে সমালোচনা করবে। তবে অসম্ভব নয়।”