
ইসলামাবাদ/নয়াদিল্লি: পাকিস্তান জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করেনি—প্রমাণ আবারও সামনে এল। স্বাধীনতা দিবসের দিন লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি মুদাসিরের কবরে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানাল পাকিস্তানের সেনা ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইন্ডিয়া টুডে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
২০০০-এর দশকের গোড়া থেকে মুদাসির লস্কর-ই-তৈবার অন্যতম হেভিওয়েট জঙ্গি ছিল। ১৯৯৯ সালের আইসি-৮১৪ বিমান হাইজ্যাক এবং পুলওয়ামা হামলার সঙ্গেও তার নাম জড়িয়েছিল। পহেলগাম হামলার পরে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এ লস্করের ঘাঁটি ‘মারকাজ তৈবা’ ধ্বংস করা হয়। সেখানেই মৃত্যু হয় মুদাসিরের। ওই অভিযানে ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ-সহ একাধিক শীর্ষ জঙ্গি খতম হয়েছিল।
১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে লাহোর ডিভিশনের মেজর জেনারেল রাও ইমরান সরতাজ, জেলা পুলিশ অফিসার কাসুর মহম্মদ ঈশা খান এবং ডেপুটি কমিশনার ইমরান আলি মুদাসিরের কবরে গিয়ে শ্রদ্ধা জানান। কবরে শ্রদ্ধাজ্ঞাপনের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
তবে এটাই প্রথম নয়। ‘অপারেশন সিঁদুর’-এ নিহত জঙ্গিদের জানাজাতেও পাক সেনার একাধিক শীর্ষ আধিকারিককে দেখা গিয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল ফইয়াজ হুসেন শাহ, মেজর জেনারেল রাও ইমরান সরতাজ ও ব্রিগেডিয়ার মহম্মদ ফুরকান শাব্বিরও উপস্থিত ছিলেন সেই জানাজায়।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান যতই আন্তর্জাতিক মহলে জঙ্গি যোগ অস্বীকার করুক না কেন, এ ধরনের ঘটনা পাকিস্তানের দ্বিচারিতা বারবার প্রকাশ করে দিচ্ছে।