
শিলিগুড়ি,১৭ আগস্ট: সাইকেল থেকে পড়ে যাওয়া নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তি, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির আমতলা চয়নপাড়া এলাকা।
জানা গিয়েছে, গতকাল পাড়ার দুই নাবালক একটি সাইকেলে চড়ে ঘুরছিল। সেই সময় সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যায় এবং সামান্য আহত হয়।
অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই শুক্লা কর্মকারের নাবালক ছেলেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী আলো সাহার পরিবারের সদস্যরা। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে শুক্লা কর্মকার ঘটনাস্থলে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।
পরে শুক্লা কর্মকার আশিঘর ফাঁড়িতে গিয়ে আলো সাহা ও তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।