
এসএসসি অভিযানের আগেই পুলিশের জালে ধরা পড়লেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। শুক্রবার ভোরে বিশাল বাহিনী নিয়ে চুঁচুড়া থানার পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। তবে তাঁকে না পেয়ে পরে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করে বিধাননগর পুলিশ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মী আন্দোলনের অন্যতম মুখ এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস আজ শিক্ষকদের নিয়ে এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন। ঠিক তার আগেই পুলিশের এই পদক্ষেপে উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপেই হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনার কথা উঠে এসেছে। সেই ক্লিপে পুলিশকে বোমা মারার কথাও শোনা যায়। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানান, এসএসসি অভিযানে গণ্ডগোলের সম্ভাবনা রয়েছে। আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ আন্দোলন করার কথা থাকলেও পুলিশের দাবি, অশান্তির ছক কষা হচ্ছিল।
অন্যদিকে, সুমন বিশ্বাসের পরিবারের অভিযোগ, অডিয়োর সত্যতা না খতিয়ে অযথা হেনস্থা করছে পুলিশ। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাস বলেন, “ভাই শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেনের মতো যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের জন্য লড়ছে। অথচ পুলিশের আচরণ চোর ধরার মতো। বাড়িতে অসুস্থ মা-বাবা, স্ত্রী-সন্তান রয়েছে। একজন শিক্ষকের প্রতি এমন আচরণ মানা যায় না।”
চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলও প্রশ্ন তুলেছেন, “যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, তার উৎস খতিয়ে দেখা হোক। আমরা যতদূর জানি, হুমকি দেওয়ার ঘটনায় অন্যদের আটক করা হয়েছে। তবু শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে।”
সুমন বিশ্বাস বর্তমানে নদিয়ার বেথুয়াডহরী মেজপোতা হাইস্কুলের জীবনবিজ্ঞানের সহ শিক্ষক হিসেবে কর্মরত। বৃহস্পতিবারই তিনি দাবি করেছিলেন, ওই অডিয়ো ক্লিপ আন্দোলনকারীদের নয় এবং তদন্ত হোক। একইসঙ্গে গ্রেফতারির আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।