
পরিকল্পনা ছিল বড়সড় ডাকাতির। সেই লক্ষ্যেই রবিবার রাতে এনজেপি সাউথ কলোনি কোয়ার্টার মাঠে জড়ো হয়েছিল ১০-১২ জনের একটি ডাকাত দল। তাঁদের কাছে মজুত ছিল বেশ কিছু ধারালো অস্ত্র।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ তৎপরতা দেখিয়ে অভিযান চালায়। সেখান থেকেই ধরা পড়ে দলের সাত সদস্য। ধৃতরা হল— অমিত দাস, ছটু সরকার, সুশান্ত রায়, শ্রীকান্ত রায়, রাকেশ বর্মন, অজয় সরকার এবং জিতু রায় ওরফে বজরং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি, চুরি ও ছিনতাই-সহ একাধিক অভিযোগ রয়েছে। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
