
শিলিগুড়ি/থিম্পু, ১৮ আগস্ট: ভারত ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হল। ভুটানের কৃষি ও পশুপালন মন্ত্রকের ন্যাশনাল সিড সেন্টার (NSC) এবং ভারতের ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড (BVFCL)-এর মধ্যে আজ স্বাক্ষরিত হল একটি ঐতিহাসিক বিজনেস-টু-বিজনেস (B2B) চুক্তি।
এই চুক্তির মাধ্যমে ভুটানের কৃষকদের কাছে ভারতের পক্ষ থেকে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত হবে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং চাষিদের আর্থিক স্থিতি উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
থিম্পুর ন্যাশনাল সিড সেন্টারের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা হয়। এদিন দুই দেশের একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা
ভুটান সরকারের পক্ষ থেকে
- শ্রীরাম ইয়োনতেন গ্যম্তশো, ডিরেক্টর, কৃষি দপ্তর
- শ্রী দীপক রাই, প্রোগ্রাম ডিরেক্টর, ন্যাশনাল সিড সেন্টার
- শ্রী সোনাম, সিনিয়র স্টোর ম্যানেজার, ফার্টিলাইজার স্টোর
ভারত সরকারের পক্ষ থেকে (BVFCL)
- শ্রী সৎয়জিৎ মিশ্র, জেনারেল ম্যানেজার
- শ্রী চন্দ্রগুপ্ত কাকতি, সিনিয়র ম্যানেজার
- শ্রী সুনীল কুমার ত্রিপাঠী, সিনিয়র ম্যানেজার
- মিস রোমি চক্রবর্তী, ডেপুটি ম্যানেজার
- শ্রী দেবেন্দ্র সিং রাজাওয়াত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
BVFCL-এর কর্মকর্তারা জানান, এই সহযোগিতা দুই দেশের স্থায়ী বন্ধুত্ব ও টেকসই কৃষি উন্নয়নের প্রতীক।