
শিলিগুড়ি, ১৮ আগস্ট : শিলিগুড়ি শহরে ফের দাদাগিরি ও তোলাবাজির ঘটনা। সেবক রোড এলাকার একাধিক বারে তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ।
ধৃতদের নাম বিজয় সরকার, শুভঙ্কর পাল এবং এমডি শাহানা হোসেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জুলাই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের হয় যে, দীর্ঘদিন ধরে ওই তিন যুবক সেবক রোড এলাকায় দাদাগিরি চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন বারে তোলাবাজি করার পাশাপাশি ভাঙচুরও চালাত।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে গতকাল রাতে শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের দশরথপল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।