
রাজগঞ্জ, ১৮ আগস্ট : মাছ ধরতে গিয়ে চমকে গেলেন এক গৃহবধূ। মাছের বদলে তাঁর জালে উঠে এলো বিশাল অজগর সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি জিপির অন্তর্গত জলডুমুর পাড়ার পিপলতলা কলোনিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সাহু নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন শ্রীমতি সাহানি। আজ সকালে জাল টানতেই তাঁর চোখ আটকে যায় অদ্ভুত দৃশ্যে—জালের মধ্যে ধড়ফড় করছে আস্ত এক অজগর!
তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর সাপটিকে জাল থেকে বের করে উদ্ধার করা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটির শারীরিক পরীক্ষা করা হয় এবং পরে সেটিকে বৈকুন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার জেরে সকাল সকাল স্থানীয়দের মধ্যে ব্যাপক ভিড় জমে যায় নদীর পাড়ে। অজগর দেখার কৌতূহলে গ্রামবাসীর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বনকর্মীদের।