
শিলিগুড়ি, ১৮ আগস্ট : দার্জিলিং জেলা সিপিআইএম-এর উদ্যোগে এদিন শিলিগুড়িতে আয়োজিত হল এসডিও অফিস অভিযান কর্মসূচি। দলের পক্ষ থেকে জানানো হয়, SIR চালুর প্রস্তাব কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে এদিন মিছিল শুরু করে সিপিআইএম কর্মী-সমর্থকেরা। মিছিল শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছালে সেখানে একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি পাঠানো হয়।