
লন্ডন : ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী কৃষাঙ্গী মেশরাম। মাত্র ২১ বছর বয়সে তিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ সলিসিটর হিসেবে নাম লিখিয়েছেন। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসের সর্বকনিষ্ঠ আইনজীবী তিনি।
কৃষাঙ্গীর জন্ম পশ্চিমবঙ্গে এবং বেড়ে ওঠা ইসকন মায়াপুর সম্প্রদায়ে। ১৫ বছর বয়সে মায়াপুরের একটি আন্তর্জাতিক স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর আইন পড়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন মিল্টন কেনসের দ্য ওপেন ইউনিভার্সিটিতে। তিন বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করে ১৮ বছর বয়সে আইনে প্রথম শ্রেণীর সম্মান ডিগ্রি অর্জন করেন তিনি।
আইন পেশায় নিজের যাত্রা নিয়ে কৃষাঙ্গী বলেন- “আমি অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ যে ওপেন ইউনিভার্সিটি আমাকে ১৫ বছর বয়সে এলএলবি অধ্যয়ন শুরু করার সুযোগ দিয়েছিল। শুধু আইনি কেরিয়ারের ভিত্তিই পাইনি, আইনের প্রতি গভীর আবেগও জন্মেছিল।”
এরপর ২০২২ সালে তিনি একটি আন্তর্জাতিক আইন সংস্থায় কাজ শুরু করেন। হার্ভার্ড অনলাইনের গ্লোবাল প্রোগ্রামে অংশ নেন। সিঙ্গাপুরে কাজের মাধ্যমে পেশাদার অভিজ্ঞতা অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতে আইনি সুযোগ খুঁজছেন।
কৃষাঙ্গীর আগ্রহের ক্ষেত্র ফিনটেক, ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উইল ও প্রোবেট পরিষেবা। তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য হল যুক্তরাজ্য বা সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় আইন সংস্থায় কাজ করা এবং ডিজিটাল প্রযুক্তি ও ক্লায়েন্ট-কেন্দ্রিক আইনি পরিষেবায় বিশেষ ভূমিকা রাখা।