
রাজা খান, প্রতিনিধি, ইসলামপুর: নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগে ফের বিতর্ক শুরু হয়েছে ইসলামপুর পৌরসভায়। ১৭ নম্বর ওয়ার্ডে প্রায় ৮০ জন ভুতুড়ে ভোটারের সন্ধান মেলার পর সাধারণ মানুষের ক্ষোভ চরমে। অভিযোগ, কারো মৃত্যু হয়েছে কয়েক বছর আগে, কেউ সবকিছু বিক্রি করে ভিন রাজ্যের আসামে চলে গিয়েছেন, আবার কারও বিহারে বিয়ে হয়ে গৃহস্থালি গড়ে উঠেছে। তবুও তাঁদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছে।
অভিযোগ, স্থানীয় বাসিন্দারা বারবার বিএলও-র কাছে প্রয়োজনীয় তথ্য জমা দিলেও কোনও সংশোধনী পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ ভোটারদেরই। প্রশ্ন উঠছে, বছরের পর বছর কেটে গেলেও কেন ভোটার তালিকায় এই অনিয়ম রয়ে গেল? নির্বাচন কমিশনের নজরদারিতে কি বড়সড় গাফিলতি রয়েছে?
এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে দাবি, কমিশনের ব্যর্থতার দিকেই আঙুল তুলছেন তাঁরা। অন্যদিকে বিজেপির অভিযোগ, শুধু ১৭ নম্বর ওয়ার্ডেই নয়, ইসলামপুর পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডেই একই ছবি। তাঁদের দাবি, এর জন্য সম্পূর্ণ দায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস।
এই ভুতুড়ে ভোটার ইস্যুতে এখন রীতিমতো উত্তাল ইসলামপুরের রাজনীতি।