
এশিয়া কাপ ২০২৫-এর জন্য ঘোষিত ভারতীয় দলে নেই কেএল রাহুল। ফলে তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ার কার্যত শেষ পর্যায়ে পৌঁছল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিসিসিআই সোমবার ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে জায়গা হয়েছে শুভমান গিলের, যিনি এক বছরেরও বেশি সময় পর ফিরলেন টি২০ ফরম্যাটে। কিন্তু দুরন্ত ফর্মেও নির্বাচকদের নজরে আসেননি রাহুল।
এই বছর আইপিএল ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি খেলেছিলেন বিধ্বংসী ফর্মে। ১৩ ম্যাচে করেছিলেন ৫৩৯ রান, স্ট্রাইক রেট ছিল ১৪৯। একটি দুর্দান্ত শতরানও আসে তাঁর ব্যাট থেকে। শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তিনি ৫ ম্যাচে করেন ৫৩২ রান। ফলে ধারণা করা হচ্ছিল, এবার হয়তো এশিয়া কাপের দলে প্রত্যাবর্তন করবেন।
কিন্তু নির্বাচকদের সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেন রাহুল। তাঁর পরিবর্তে সুযোগ পেলেন একাধিক তরুণ ক্রিকেটার। ফলে প্রশ্ন উঠছে, ভারতের টি২০ দলে আর কখনও সুযোগ পাবেন কি তিনি?
রাহুল নিজে অবশ্য আশা ছাড়ছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন-
“হ্যাঁ অবশ্যই আমি টি-টোয়েন্টি দলে ফিরে আসতে চাই। বিশ্বকাপ আমার মাথায় রয়েছে। এখন শুধু খেলাটা উপভোগ করছি আমি।”
তবে বিসিসিআইয়ের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট, ভারতের আগামী টি২০ পরিকল্পনায় তিনি আপাতত নেই।