
এশিয়া কাপ ২০২৫–এর জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আর সেই সিদ্ধান্তকেই কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকদের কথায়— “ঘোড়া পায় না ঘাস, গাধা খায় চ্যবনপ্রাশ”।
বুমরাহ নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা বোলার। যেকোনো ফরম্যাটেই তিনি প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে তাঁকে এশিয়া কাপে রাখা সত্যিই প্রয়োজন ছিল কি?
প্রথমত, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে সাদা বলের ক্রিকেটে খুব একটা খেলেননি বুমরাহ। টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করলেও অস্ট্রেলিয়া সফরে চোট পান তিনি। সেই আঘাতের পর থেকেই তাঁর ধারাবাহিকতা ও ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন। সাবেক ক্রিকেটার মোহম্মদ কাইফ তো সরাসরি বুমরাহকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।
দ্বিতীয়ত, এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)। সেখানে পেসারদের তুলনায় স্পিনাররাই বেশি কার্যকরী। বর্তমানে ভারতের পেস আক্রমণ যথেষ্ট ভারসাম্যপূর্ণ। তাই বুমরাহকে ফিরিয়ে আনা আসলেই কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।
তবে বিসিসিআইয়ের যুক্তি আলাদা। তাঁদের মতে, সামনে একাধিক সাদা বলের সিরিজ রয়েছে যেখানে তুলনামূলক কম খাটনি থাকে। পাশাপাশি বড় টুর্নামেন্টে বুমরাহর অভিজ্ঞতা, ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার এবং চাপ সামলানোর দক্ষতা ভারতীয় দলের জন্য অমূল্য। তাই ঝুঁকি নিয়েই তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে।