
এশিয়া কাপ ২০২৫-এর ভারতীয় স্কোয়াড ঘোষণায় এল একাধিক চমক। মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক সূর্যকুমার যাদব ঘোষণা করলেন ১৫ জনের দল। প্রত্যাশা অনুযায়ী দলে জায়গা পাননি যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আয়ার। পরিবর্তে নির্বাচকেরা ভরসা রেখেছেন শুভমন গিল ও রিঙ্কু সিংহের উপর।
শুভমনকে দলে ফেরানোর পাশাপাশি সহ–অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে। আগরকর বলেন, “শুভমন আমাদের প্রত্যাশার থেকেও ভালো খেলেছে। টেস্টের দিকে মন দেওয়ার কারণে কয়েকটি টি২০ সিরিজ মিস করেছিল। তাই ফেরানো হয়েছে।”
অধিনায়ক সূর্যকুমার যাদবের কথায়, “বিশ্বকাপের পর থেকেই শুভমন সহ–অধিনায়ক। মাঝে খেলেনি, তাই অক্ষর পটেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ফেরায় শুভমনই সহ–অধিনায়ক।”
তবে শুভমন গিল ওপেন করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আগরকর জানান, “সঞ্জু ও শুভমন দু’জনই ওপেন করার বিকল্প। প্রতিপক্ষ ও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
যদিও অভিষেক শর্মার ওপেন করা কার্যত নিশ্চিত। যদি সঞ্জু ওপেন করেন, তবে শুভমন তিন নম্বরে নামতে পারেন। সে ক্ষেত্রে সূর্যকুমার যাদব ও তিলক বর্মাকে নামতে হবে নীচের ব্যাটিং অর্ডারে। অন্যদিকে, ব্যাকআপ উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে জিতেশ শর্মাকে।