
এ যেন আজব ‘মিউজিক্যাল চেয়ার’। একবার অক্ষর প্যাটেল, তো একবার শুভমন গিল। ভারতের টি-টোয়েন্টি দলে সহ–অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সদ্য ঘোষিত এশিয়া কাপ ২০২৫–এর দলে সহ–অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। অথচ কিছুদিন আগেই সেই দায়িত্ব ছিল অক্ষর প্যাটেলের কাঁধে। কেন হঠাৎ তাঁকে সরিয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
সোশ্যাল মিডিয়ায় কাইফ লিখেছেন, “আশা করি অক্ষর প্যাটেলকে আগেই জানানো হয়েছে। যদি সাংবাদিক সম্মেলন থেকেই ও জানতে পারে, তা হলে নির্বাচকদের আলাদা করে ব্যাখ্যা দেওয়া উচিত। অক্ষর তো কোনও অন্যায় করেনি।”
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই গুঞ্জন ছিল, হার্দিক পাণ্ডিয়া হবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। তবে গৌতম গম্ভীর দায়িত্ব দেন সূর্যকুমার যাদবকে। অন্যদিকে শুভমন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সেই সময় থেকে অক্ষরই ছিলেন দলের সহ–অধিনায়ক।
এবার আচমকা সেই দায়িত্ব গিলকে দেওয়ায় জল্পনা আরও বাড়ল। অনেকের প্রশ্ন, ভবিষ্যতের জন্য কি তাঁকে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে তুলে আনার পরিকল্পনা করছে বিসিসিআই?
যদিও সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর ব্যাখ্যা দিয়েছেন। সূর্য বলেন, “যখন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিল, তখন আমি অধিনায়ক ছিলাম, ও সহ–অধিনায়ক ছিল। এরপর গিল টেস্টে মন দেয়, ফলে সেভাবে টি-টোয়েন্টি খেলতে পারেনি। এখন আবার ফিরেছে। আমরা ওকে পেয়ে খুশি।”
তবে বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। কাইফের মতো অনেক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, অক্ষরের মতো ধারাবাহিক ক্রিকেটারকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত যথেষ্ট বিতর্কিত।