
পরের আইপিএলের আগে নতুন কোচ প্রয়োজন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। গত তিন বছর দলের প্রধান কোচের দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর জায়গায় কে আসবেন, সেই প্রশ্নের মাঝেই ইঙ্গিত দিয়েছেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার।
মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা হওয়ার আগেই এক সম্প্রচারকারী চ্যানেলের শো-তে রৌণক কপূরের সঙ্গে আলোচনায় ছিলেন আকাশ চোপড়া ও নায়ার। সেখানে আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় নায়ার ইঙ্গিত দেন, আগামী মরশুমে কেকেআরের সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর উপর বর্ততে পারে।
এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। কেউ মনে করছেন, নায়ারই হতে চলেছেন কেকেআরের নতুন প্রধান কোচ। আবার কারও মতে, তিনি মেন্টরের দায়িত্ব নিতে পারেন। তবে বর্তমানে মেন্টরের পদে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ফলে সম্ভাবনা জোরালো হচ্ছে যে প্রধান কোচ হিসেবেই দেখা যাবে নায়ারকে।
অভিষেক নায়ার দীর্ঘ দিন ধরে কেকেআরে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। গতবারের আইপিএলের আগে দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ায় নায়ারকে ভারতীয় দলের সহকারী কোচ করা হয়। তবে কয়েক মাসের মধ্যেই সেই দায়িত্ব থেকে সরে যেতে হয় তাঁকে। পরে দ্রুতই কেকেআরের কোচিং সেট-আপে ফিরে আসেন তিনি।