
ইসলামপুর: মাত্র সাত মাসে জন্ম, জন্মের সময় ওজন মাত্র ৬৯০ গ্রাম! এমন অবস্থায় শিশুটির বেঁচে থাকার আশা প্রায় শেষই হয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ঘটল আশ্চর্য পুনর্জন্ম।
ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানী এলাকার বাসিন্দা মজিরুল ইসলাম ও জোসনা বেগমের ঘরে গত ২৯ মে কন্যাসন্তানের জন্ম হয়। অকালে জন্মানো ওই নবজাতকের ওজন ছিল মাত্র ৬৯০ গ্রাম।

তৎক্ষণাৎ তাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের S.N.C.U-তে ভর্তি করা হয়। চিকিৎসক ডা. পার্থপ্রতিম ভদ্রের তত্ত্বাবধানে শুরু হয় জীবন বাঁচানোর লড়াই। অস্বাভাবিকভাবে কম ওজনের নবজাতককে সুস্থ করে তোলা ছিল চিকিৎসকদের কাছে বিশাল চ্যালেঞ্জ।
প্রায় তিন মাসের লড়াই শেষে বুধবার নবজাতককে মায়ের হাতে তুলে দেন চিকিৎসকরা। সেই সময়ে শিশুর ওজন দাঁড়ায় ১ কেজি ৫০ গ্রাম।
শিশুকে কোলে পেয়ে খুশিতে চোখ ভিজেছে বাবা-মায়ের। একইসঙ্গে চিকিৎসক ও নার্সিং স্টাফদের পরিশ্রমে গর্বিত হাসপাতাল কর্তৃপক্ষও।