
শিলিগুড়ি, ২২ আগস্ট: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরকে (NBSTC) বেসরকারিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে—এই অভিযোগ তুলে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন কর্মীদের একাংশ।
শিলিগুড়ির উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের প্রধান কার্যালয়ের বাইরে এই ধর্নায় বসেন কর্মীরা।

তাদের দাবি, নানা অজুহাতে সংস্থাকে পঙ্গু করার চেষ্টা চলছে। এতে কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। পাশাপাশি বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি এখনও পূরণ করা হয়নি।
কর্মী সংগঠনের নেতৃত্বের বক্তব্য, সংস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র রুখতেই আজকের এই আন্দোলন। দ্রুত দাবি মানা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।