শিলিগুড়িতে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য চয়নপাড়ায়
শিলিগুড়ি,২১ আগস্ট: শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ড চয়ন পাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মৃত যুবকের নাম ভাস্কর সাহা (২২)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাস্কর বাবার সঙ্গে ব্যবসার দেখভাল করত। পরিবারে কোনো অশান্তি বা সমস্যার লক্ষণ ছিল না। স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিল সে।

আজ সকাল ১১টা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকতে শুরু করেন। কোনো সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় ভাস্করের ঝুলন্ত দেহ।
পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।